পেজেশকিয়ানকে অভিনন্দন
ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আলোচনা করলেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আবারো ইরানের প্রেসিডেন্ট-নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানকে তার সাম্প্রতিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসাথে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল (বুধবার) মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে সৌদি যুবরাজ এসব কথা বলেন। নির্বাচনী বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানানোয় বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন পেজেশকিয়ান। এ খবর দিয়েছে সৌদি গণমাধ্যম।
বিন সালমান মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার জন্য তিনি আগ্রহী যা দুই দেশের জনগণ ও অভিন্ন স্বার্থকে একসূত্রে গেঁথে দেবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নেরও প্রশংসা করে দুই পক্ষ।
ইরান ও সৌদি আরব ৭ বছর সম্পর্ক বিচ্ছিন্ন রাখার পর ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় আবার সম্পর্ক স্থাপন করে।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।