ইসরাইলের সবচেয়ে কাছের এবং শেষ গন্তব্য হল ধ্বংস
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: অপরাধযজ্ঞ ছাড়া যাদের টিকে থাকার আর কোনো অবলম্বন নেই সেই ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসই এখন নিকটতম ও চূড়ান্ত গন্তব্য।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন: গাজায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস আগ্রাসনের প্রায় ১০ মাসে ৮হাজার ৬০০ ছাত্র এবং ৫০০টিরও বেশি শিক্ষাকর্মী শহীদ হয়েছেন।
তিনি আরও বলেন: স্কুল ভবনগুলোতে শরণার্থীদের আবাসনের ব্যবস্থা করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেসব জায়গাতেও বিচিত্র মিথ্যা অজুহাতে ইসরাইলিদের সন্ত্রাসী সেনাবাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: সর্বশেষ অপরাধযজ্ঞে বর্বর ইসরাইলি সেনারা গাজা শহরের আজ-জেইতুন এলাকার আল-ফালাহ স্কুলে বোমা হামলা চালিয়েছে। তাদের ওই বোমা হামলায় কয়েক ডজন শহীদ ও আহত হয়েছে।
কানয়ানি বলেন: বর্ণবাদী ইসরাইলের অপরাধী নেতারা এবং তাদের পশ্চিমা মিত্রদের জানা উচিত এরকম অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে ফিলিস্তিনের ধৈর্যশীল প্রতিরোধ শক্তির মোকাবেলায় কৌশলগত ব্যর্থতা ঢাকা যাবে না।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।