আর্মেনিয়া-আমেরিকা মহড়ার বিষয়ে রাশিয়ার গভীর উদ্বেগ; উত্তেজনা বাড়ার হুঁশিয়ারি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আর্মেনিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া সম্পর্কে বলেছেন, দক্ষিণ ককেশাসে মার্কিনীদের উপস্থিতি এই অঞ্চলে কেবল সংঘাতকেই উসকে দেবে।
তিনি আরও বলেন, এই মহড়া অত্যন্ত উদ্বেগজনক। কারণ আর্মেনিয়া কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের হয়ে কোনো কাজ করছে না এবং এই সংগঠনটির বিরুদ্ধে নানা কথা বলে যাচ্ছে। তবে রাশিয়া আগের মতোই তার মিত্রদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানিয়েছেন।
জাখারোভা আরও বলেছেন, পশ্চিমা দেশগুলো আর্মেনিয়াকে তাদের কাছে ভিড়তে নানা উপায়ে চাপ দিচ্ছে। নানা মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশটির সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় তাদের নিজস্ব নীতিমালা চাপিয়ে দিয়ে দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপেরও চেষ্টা করবে।
ন্যাটো তথা পশ্চিমাদের এমন অপকৌশল ককেশীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার এই মুখপাত্র।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।