বিজেপিকে গদি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকব: অখিলেশ
https://parstoday.ir/bn/news/event-i139812-বিজেপিকে_গদি_থেকে_নামাতে_দিদির_পাশে_লড়াইয়ে_থাকব_অখিলেশ
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, দিল্লির সরকারের পতন হবে। বিজেপি সরকারকে গদি থেকে নামাতে আন্দোলনে মমতা দিদির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  • বিজেপিকে গদি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকব: অখিলেশ

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, দিল্লির সরকারের পতন হবে। বিজেপি সরকারকে গদি থেকে নামাতে আন্দোলনে মমতা দিদির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ (রোববার) ধর্মতলায় ২১ এর মঞ্চ থেকে সমাজবাদী পার্টি দলের প্রধান অখিলেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে সমাবেশে জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক বড় নেতা আছেন। তিনি লড়াই করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তৃণমূলকে আজ এখানে নিয়ে এসেছেন। আরও দূরে যেতে হবে।

অখিলেশ বলেন, ‘দিল্লিতে ক্ষমতাসীনরা লাভের জন্যই সব করেন। তাদের লক্ষ্য ক্ষমতা ধরে রাখা কিন্তু বাংলায় বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মানুষও তা-ই করেছে। দেশ জেগে উঠেছে। ফলে দিল্লি সরকারের পতন হবেই।

সমাজবাদী সুপ্রিমো আরো বলেন, আপনারা- আমরা  ইতিবাচক রাজনীতি করি। ফলে মানুষের জন্য আমাদের একজোট হতে হবে। সকল কর্মীদের বলতে চাই, আপনাদের নেতা মমতা দিদি অনেক বড় নেতা। আমার বিশ্বাস, আপনারা পাশে থাকলে দিদি জয়ী হবেন। আগামী লড়াইয়ে আমরাও আপনাদের পাশে থাকব।’

ভারতে আজ বিপদ অনেক বেশি। সাম্প্রদায়িক শক্তি মাথা তুলছে উল্লেখ করে অখিলেশ বলেন, দিল্লিতে যারা ক্ষমতায় রয়েছে, তারা ষড়যন্ত্র করছেন। আপনাদের মতো মানুষ দিদির পাশে থাকলে, তিনি সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবেন। কিছু সময়ের জন্য ষড়যন্ত্রকারীরা সফল হলেও যারা মানুষের পক্ষে থাকেন, তাঁদেরই জয় হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১