প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন দিলেন কমলাকে
(last modified Mon, 22 Jul 2024 06:14:47 GMT )
জুলাই ২২, ২০২৪ ১২:১৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন দিলেন কমলাকে

দলীয় চাপের মুখে অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন ৮১ বছর বয়সী জো বাইডেন। বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন তিনি। যদিও দলের ডেমোক্রেটদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

স্থানীয় সময় রোববার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে এক পোস্টে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। নিজের এক্স হ্যান্ডেলে বাইডেন লেখেন, “প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। পুনরায় নির্বাচনে সামিল হওয়ার ইচ্ছা থাকলেও, আমার বিশ্বাস, দল ও দেশের স্বার্থে আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব পালন করা উচিত।”

এর কয়েক দিন আগে জো বাইডেন স্পষ্ট জানিয়ে দেন যে, “আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে তিনি কোনোভাবেই সরে দাঁড়াচ্ছেন না। একমাত্র ‘সর্বশক্তিমান প্রভু' তাকে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন।”

টেলিভিশন বিতর্কে রডোনাল্ড ট্রাম্পের কাছে হারের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য যখন বাইডেনের ওপর ক্রমাগত চাপ আসছিল, তখনই এই মন্তব্য করেন তিনি।

এরপর গত সপ্তাহে বাইডেনের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আবারো সামনে আসে বিষয়টি। তখন তিনি বলেছিলেন, যদি শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে বিষয়টি বিবেচনা করবেন। অবশেষে সেই ঘোষণাই দিলেন বাইডেন। বাইডেনই প্রথম প্রার্থী যিনি শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ৩০ মিনিট পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জো বাইডেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তাঁর সমর্থন ঘোষণা করেছেন।

তিনি লিখেছেন: “আজ আমি কমলাকে আমাদের দলের প্রার্থী হিসেবে আমার পূর্ণ সমর্থন এবং অনুমোদন দিতে চাই। ডেমোক্র্যাট সমর্থকরা– এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পকে হারানোর।”

এই ঘোষণার পর বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমলা হ্যারিস। আগামী মাসে দলের জাতীয় সম্মেলনে নিজের মনোনয়ন নিশ্চিত করা এখন তার একমাত্র অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। ওই সম্মেলনেই প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করবেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা।

অন্যদিকে, বাইডেনের সরে যাওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে কমলা হ্যারিসকে হারানো তার জন্য আরো সহজ হবে।#

পার্সটুডে/এমএআর/জিএআর/২২

ট্যাগ