স্থান: পারস্য উপসাগর
তেল-চোরাচালানে জড়িত ট্যাংকার আটক করেছে আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) নৌবাহিনী পারস্য উপসাগরের পানিসীমায় বিপুল পরিমাণ চোরাচালান করা জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে। তেল-ট্যাংকারটির ভারতীয় ও শ্রীলঙ্কান ১২ জন ক্রু সদস্যকেও গ্রেপ্তার করেছে আইআরজিসি।
আইআরজিসির দ্বিতীয় নৌ অঞ্চল শাখা সোমবার এক বিবৃতিতে বলেছে যে টোগোর পতাকা সম্বলিত জাহাজটি ১৫ লাখ লিটারেরও বেশি চোরাচালান করা জ্বালানি বহন করছিল।
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর বুশেহরের উপকূলে 'বেল্ট গুজ' নামক ট্যাঙ্কারটি আটক করা হয়েছে। এটি পরিকল্পিত বা "সংঘবদ্ধ প্রক্রিয়ায় " জ্বালানী পাচার করছিল বলে আইআরজিসি'র বিবৃতিতে উল্লেখ করা হয়।
গত জানুয়ারির শেষের দিকেও, আইআরজিসির নৌবাহিনী দক্ষিণ জলসীমায় দুই মিলিয়ন বা বিশ লাখ লিটার চোরাচালান করা জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার আটক করেছিল।
ইসলামী ইরানের এই বাহিনী বিগত বছরগুলিতে কৌশলগত পারস্য উপসাগরীয় অঞ্চল এবং অন্যান্য উচ্চ সাগরে ইরানি ও বিদেশী ট্যাঙ্কারের ওপর বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ করেছে।
পার্সটুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।