মোদির প্রশংসা, জোট সঙ্গীদের ঘুষ দেয়ার বাজেট- তৃণমূল কংগ্রেস
(last modified Tue, 23 Jul 2024 10:26:39 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১৬:২৬ Asia/Dhaka
  • মোদির প্রশংসা, জোট সঙ্গীদের ঘুষ দেয়ার বাজেট- তৃণমূল কংগ্রেস

ভারতের নরেন্দ্র মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বেশ কিছু পণ্যের ওপর থেকে কর তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অন্যদিকে কিছু পণ্যের কর বৃদ্ধি করা হয়েছে। 

ক্যান্সারের ওষুধ করমুক্ত করার কথা বলেছেন অর্থমন্ত্রী। মোবাইল ফোন এবং সরঞ্জাম, সোনা-রুপা ও চামড়াজাত পণ্যের শুল্ক কমানো হয়েছে এবারের বাজেটে ফলে এসব জিনিষের দাম কমবে। অন্যদিকে টেলিযোগাযোগ সরঞ্জাম, প্লাস্টিক পণ্য এবং অ্যামোনিয়াম নাইট্রেটের কর বৃদ্ধির কথা বলা হয়েছে এবারের বাজেটে।

বাজেটের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নেতৃত্বাধীন সরকারের বাজেটের প্রশংসা করে বলেছেন, এই বাজেট সমাজের সব শ্রেণিকে শক্তিশালী করবে। দেশের গরিব, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে।”

অন্যদিকে, বাজেটের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলেছে, এবারের বাজেটে বাংলাসহ বিরোধী শাসিত রাজ্যগুলো কার্যত কিছুই পায়নি। তারা বঞ্চনার শিকার হয়েছে। এবাজেটে কেবল সন্তুষ্ট করা হয়েছে এনডিএর মূল দুই শরিক দলকে। অর্থমন্ত্রী তার বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে দুহাত ভরে দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সড়ক, বিমানবন্দর, মেডিক্যাল কলেজ থেকে শুরু করে সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের বরাদ্দ পেয়েছে বিহার।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনও আপত্তি নেই।  কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হল। বাংলার মানুষ আবার জবাব দেবে।” 

অভিষেক বন্দোপাধ্যায়

অভিষেক বন্দোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর পেশ করা একটি ব্যর্থ বাজেট। এই বাজেটের কোনও ওয়ারেন্টি নেই। তিনি আরও লিখেছেন, “জোট সঙ্গীদের ঘুষ দেওয়ার জন্যই বিজেপি এই বাজেট বানিয়েছে।'#

পার্সটুডে/জিএআর/২৩

ট্যাগ