ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ইরানি নাগরিককে আটক করে আমেরিকার হাতে তুলে দিয়েছে ব্রিটেন
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন।
একজন ইরানি নাগরিককে আটক করে তাকে আমেরিকার হাতে তুলে দেয়ার ব্রিটিশ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এই মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে তলব করেন। তিনি একজন ইরানি নাগরিককে অবৈধভাবে আটক ও তাকে আমেরিকার হাতে তুলে দেয়ার বিরুদ্ধে তেহরানের তীব্র প্রতিবাদের কথা শেরক্লিফকে অবহিত করেন।
শেরক্লিফ এ সময় ইরানের প্রতিবাদের কথা লন্ডনকে অবহিত করার প্রতিশ্রুতি দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লন্ডনের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে ওই ইরানি নাগরিককে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে তেহরান।
এর আগে মঙ্গলবার মার্কিন বিচার মন্ত্রণালয় ঘোষণা করে, সম্প্রতি ব্রিটিশ সরকার ৫৩ বছর বয়সি ইরানি নাগরিক সাঈদ হাজি আগা মুসাভিকে সম্প্রতি লন্ডন ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানে পণ্য আমদানির অভিযোগে মুসাভিকে শিকাগোর ফেডারেল আদালতে তোলা হয়েছে।
আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি বহু বছর যাবত মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে আমেরিকায় তৈরি ইলেকট্রনিক টেস্টিং প্রযুক্তি ইরানে রপ্তানি করছিলেন।
এই একই অভিযোগে বিগত বছরগুলোতে আমেরিকা নিজেই বহু ইরানি নাগরিককে আটক করেছে। ২০২১ সালে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরোপিত একতরফা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানে ৩০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ ইরানি নাগরিককে আটক করেছিল।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।