নির্বাচনকে সামনে রেখে গাজাবাসীর জন্য 'নাকি কান্না' কমলা হ্যারিসের
(last modified Fri, 26 Jul 2024 09:38:04 GMT )
জুলাই ২৬, ২০২৪ ১৫:৩৮ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কমলা হ্যারিস
    বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কমলা হ্যারিস

গাজা উপত্যকার ওপর গত প্রায় ১০ মাসের গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেকে ফিলিস্তিনিদের সমর্থক হিসেবে প্রমাণ করতে মাঠে নেমেছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকার মানুষকে যে ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিয়ে তিনি নীরব থাকবেন না।

গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন সফররত ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হ্যারিস বলেন, ইসরাইলের অস্তিত্ব ও নিরাপত্তার প্রতি তার যে প্রতিশ্রুতি, তা ‘অটল’ থাকলেও যুদ্ধে ‘অনেক বেশি’ নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ব্যাপারে উদ্বেগ জানান তিনি।

কমলা হ্যারিস বলেন, গাজায় গত ৯ মাসে যা কিছু ঘটেছে, তা ভয়াবহ। মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ, যাদের কাউকে কাউকে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হতে হয়েছে, তাদের ছবি দেখা যাচ্ছে। এ অবস্থায় এসব হৃদয়বিদারক ঘটনা থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। এমন দুর্ভোগ দেখার পর আমরা চুপ থাকতে পারি না এবং আমি নীরব থাকব না বলেও তিনি মন্তব্য করেন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্যও নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন কমলা। তবে কমলা হ্যারিস আবারো ইসরায়েলের কথিত ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬

 

ট্যাগ