রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হলো ইউক্রেনের গোপন অস্ত্রাগার 
https://parstoday.ir/bn/news/event-i139984-রাশিয়ার_ক্ষেপণাস্ত্র_হামলায়_ধ্বংস_হলো_ইউক্রেনের_গোপন_অস্ত্রাগার
রাশিয়ার সামরিক বাহিনী দোনবাসে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং এক ডজনের বেশি ট্যাংক ও সাঁজোয়াযান ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ১২:৩১ Asia/Dhaka
  • রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হলো ইউক্রেনের গোপন অস্ত্রাগার 

রাশিয়ার সামরিক বাহিনী দোনবাসে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং এক ডজনের বেশি ট্যাংক ও সাঁজোয়াযান ছিল।

গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। হামলার বিষয়ে এরইমধ্যে রাশিয়ার কর্মকর্তারা একটি ভিডিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সেনারা হামলায় স্বল্প পাল্লার একটি ইসকান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ধ্বংস হওয়া গোপন অস্ত্রাগারটি দোনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দোনবাসের ক্রামাত্রোস্কে অবস্থিত ওই অস্ত্রাগারে ইউক্রেনের ৫৬তম মোটরচালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদ সংরক্ষণ করা হতো।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন সরকারের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রুশ আমলে তৈরি গ্রাদ লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় দশটি আরমার্ড কম্ব্যাট ভেহিকেল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি রেলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোয়ার কুন্ডলি উঠছে। পাশেই একটি বিশালাকারের ভবন অবস্থিত। 

ইউক্রেন যুদ্ধে অনেকটা নিয়মিতভাবে রাশিয়া ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এই ক্ষেপণাস্ত্র ৭০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। #

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৭