গাজায় ফিল্ড হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি শহীদ
গাজার দেইর আল-বালাহ এলাকার সাইয়েদা খাদিজা স্কুলে অবস্থিত ফিল্ড হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি শহীদ এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় খাদিজা স্কুলে চার হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই স্কুল মাঠে স্থাপিত আল আকসা শহীদ ফিল্ড হাসপাতালে আজ বিকেলে ইসরাইলি যুদ্ধবিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিরীহ নাগরিক শহীদ হন। তাদের মধ্যে ১৫ জনই শিশু এবং ৮ জন নারী।
ইসরাইলি দখলদার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, খাদিজা স্কুলের ফিল্ড হাসপাতালে হামাসের নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়।
তবে, হামাসের মুখপাত্র ওসামা হামদান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, খাদিজা স্কুলকে হামাসের কমান্ড সেন্টার বলে দাবি করা একটি জঘন্য মিথ্যাচার। দেই আল-বালাহ আজ যা ঘটেছে তা ইসরাইলি দখলদারদের পরিকল্পিত 'গণহত্যার ধারাবাহিকতা মাত্র'।
এদিকে, আজ সকালে খান ইউনিস শহরের পূর্বে আবাসান শহরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামাসের আল আকসা তুফান অভিযান শুরুর পর গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু।#
পার্সটুডে/এমএআর/২৭