জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করার হুঁশিয়ারি
উপত্যকায় সন্ত্রাস রুখতে বড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশ আটকাতে ও সন্ত্রাসমুক্ত করতে -পাক-জম্মু সীমান্তের প্রতি ইঞ্চি সিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কর্মকতা আরআর সওওয়াইন।
সম্প্রতি উপত্যকায় দফায় দফায় জঙ্গি হামলার ঘটনা ভারতীয় সেনাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এরইমধ্যে অনেকবার জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছে। তারা কাশ্মীর ছাড়িয়ে মূলত টার্গেট করছে জম্মুকে। এ পরিস্থিতিতে জম্মু-কাশ্মিরকে সন্ত্রাসমুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন।
গোটা পরিস্থিতি সামাল দিতে জম্মু ও কাশ্মীরের ডিজিপি আরআর সওয়াইন আজ জানালেন, যে সব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটেছে তা এরইমধ্যে চিহ্নিত হয়েছে। অনুপ্রবেশ আটকাতে পাক-জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করা হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডিজিপি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এবার ‘ভিলেজ ডিফেন্স গ্রুপ’কে আরও শক্তিশালী করা হচ্ছে। সেনা, পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের আওতায় অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে জঙ্গিরা গ্রামে ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের প্রতিহত করা যায়।
পুলিশ কমকর্তার দাবি অনুযায়ী, বর্তমানে ৫০-৮০ জন জঙ্গি জম্মুর কাঠুয়া, রিয়াসি, ডোডা, উদমপুরের মত জায়গায় ঘাঁটি গেড়েছে।
এদিকে অনুপ্রবেশের সম্ভাব্য এলাকাগুলিতে আরও বেশি করে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় উপত্যকায় ২০০০ বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। ১২ বছর পর জম্মুর পাহাড়ের চূড়ায় সেনা মোতায়েন করা হয়েছে।#
পার্সটুডে/জিএআর/২৮