সমস্ত মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করুন: মুক্তাদা আল-সাদর
https://parstoday.ir/bn/news/event-i140212-সমস্ত_মুসলিম_দেশে_ইসরাইলি_দূতাবাস_বন্ধ_করুন_মুক্তাদা_আল_সাদর
ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সাদর ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি ইসরাইলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৪ ১২:১১ Asia/Dhaka
  • মুক্তাদা আল-সাদর
    মুক্তাদা আল-সাদর

ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সাদর ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি ইসরাইলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছেন তিনি।

গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে মুক্তাদা আল-সাদর বলেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত।

 তিনি আরো বলেন, নিপীড়ক ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাস করা উচিত যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইরাকের এই নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে সমস্ত আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে চলেছে।

মুক্তাদা আল-সাদর বলেন, যেসব দেশ ইসরাইলি পণ্য বয়কট ও দূতাবাস বন্ধ করবে না তাদের বিরুদ্ধে ইরাকের সরকার ও সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া জরুরি। তিনি বলেন, বিশ্বের পূর্ব-পশ্চিম সবখানে নিপীড়িত জনগণকে সমর্থন দেয়া অপরিহার্য।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ইসরাইলি হামলায় শহীদ হওয়ার পর মুক্তাদা আল-সাদর এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`