হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ওআইসি’র জরুরি বৈঠকের প্রতি পূর্ণ সমর্থন দিল পাকিস্তান
(last modified Sun, 04 Aug 2024 06:13:04 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১২:১৩ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি ও ইসহাক দার
    আলী বাকেরি কানি ও ইসহাক দার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি বৈঠক ডাকার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে আহবান জানিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

গতকাল (শনিবার) ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে টেলিফোন আলাপে ইসলামাবাদের এই সমর্থনের কথা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওআইসি’র গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নেবে। এরইমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্বর গুপ্তহত্যা এবং গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন। 

গত বুধবার রাজধানী তেহরানের একটি বাসভবনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এই ঘটনার পর আঞ্চলিক কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান।

গতকালের ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ওআইসির বিশেষ জরুরি বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। খুব শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪