এডেন উপসাগরে জাহাজে রকেট হামলা; আগুন ধরে গেছে
(last modified Sun, 04 Aug 2024 09:35:52 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১৫:৩৫ Asia/Dhaka
  • এডেন উপসাগরে জাহাজে রকেট হামলা; আগুন ধরে গেছে

এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পরে একটি জাহাজে আগুন ধরে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও এই তথ্য দিয়েছে। 

কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকেএমটিও ‌আজ (রোববার) ভোরে ঘোষণা করেছে যে, ইয়েমেনের উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে, জাহাজের গন্তব্য এবং এই হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।

গত নয় মাসে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট এবং ইসরাইলি বন্দর অভিমুখী বহুসংখ্যক জাহাজে হামলা চালিয়েছে।

ইয়েমেনিরা বারবার বলেছে, যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে ইয়েমেনের সেনারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/‌এমএআর/৪