সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান শেখ হাসিনার
(last modified Sun, 04 Aug 2024 12:10:03 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১৮:১০ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশে আন্দোলনের নামে যারা নাশকতা করছে তারা কেউ 'ছাত্র নয়' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

আজ (রোববার ৪ আগস্ট) গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'এখন যারা রাজপথে নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।”

উল্লেখ্য, সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করে শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন।

জঙ্গি হামলা হচ্ছে, ঘরে ফিরুন: সরকারি প্রেস বিজ্ঞপ্তি

এদিকে, সরকার পতনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় ‘জঙ্গি হামলা’ হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার। রোববার সংঘাতে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানির মধ্যে এক ‘সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে’ এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'#

পার্সটুডে/জিএআর/৪

ট্যাগ