হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের আরো দুই যোদ্ধা শহীদ
(last modified Mon, 05 Aug 2024 10:45:39 GMT )
আগস্ট ০৫, ২০২৪ ১৬:৪৫ Asia/Dhaka
  • হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের আরো দুই যোদ্ধা শহীদ

দক্ষিণ লেবাননে আবারো ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়েছে এবং এতে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের দুইজন যোদ্ধা শহীদ হয়েছেন। হিজবুল্লাহ আন্দোলন আজ (সোমবার) সকালে আলাদা দুটি বিবৃতিতে দুই যোদ্ধার শাহাদাতের খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, মোহাম্মদ হাসান ফারহাত এবং আলী মোস্তফা আম্রো আল-আকসার পথে শহীদ হয়েছেন। হিজবুল্লার বিবৃতি অনুসারে, হাসান ফারহাত লুইজে এবং আলী মোস্তফা আম্রো দক্ষিণ লেবাননের মুয়াইসারা শহরের অধিবাসী ছিলেন।

গতকাল ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের একটি জঙ্গিবিমান দক্ষিণ লেবাননের হুলা গ্রামের একটি ভবনে হামলা চলায় এবং এতে হিজবুল্লাহর এক সদস্য শহীদ হন। আরেক বিবৃতিতে ইসরাইলি বাহিনী বলেছে, বেইত লিফ গ্রামে একটি ড্রোনের  হামলায় হিজবুল্লাহর অন্য সদস্য শহীদ হন। 

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে। ইসরাইলও হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫