সেনাপ্রধান ছাত্র-শিক্ষক প্রতিনিধির সাথে আলোচনায় বসবেন
রাত ৮ টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আগস্ট ০৫, ২০২৪ ১৯:১৫ Asia/Dhaka
-
সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ রাত ৮ টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা।
এদিকে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।#
পার্সটুডে/জিএআর/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ