খালেদা জিয়া মুক্ত, জামিন পেলেন বিএনপির রিজভী, জামায়াতের পরওয়ারসহ অন্যরা
https://parstoday.ir/bn/news/event-i140320-খালেদা_জিয়া_মুক্ত_জামিন_পেলেন_বিএনপির_রিজভী_জামায়াতের_পরওয়ারসহ_অন্যরা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৪ ১৫:২৭ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। 

দুর্নীতি মামলায় ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়া হয়। পরে কয়েক দফায় সেই মেয়াদ বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির গ্রেপ্তার কেন্দ্রীয় নেতারা।

অন্যান্য দলের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিন পেয়েছেন।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার জামিনের এ আদেশ দেন। এসব তথ্য জানিয়েছেন রুহুল কবির রিজভী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যদের আইনজীবী ও বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন।

বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনে যেসব নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের মধ্যে আজ যাঁদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল, তাঁদের প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিন পাওয়া বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে আরও রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নিরব, সদস্যসচিব ফুটবলার আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু) জামিন পেয়েছেন।#