রাশিয়ার সাথে যুদ্ধ বাড়াতে পশ্চিমারা খুবই ভীত
https://parstoday.ir/bn/news/event-i140324-রাশিয়ার_সাথে_যুদ্ধ_বাড়াতে_পশ্চিমারা_খুবই_ভীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের বিষয়ে পশ্চিমারা খুবই ভীত। এ কথার মধ্যদিয়ে তিনি মূলত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৪ ১৭:২৯ Asia/Dhaka
  • রাশিয়ার সাথে যুদ্ধ বাড়াতে পশ্চিমারা খুবই ভীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের বিষয়ে পশ্চিমারা খুবই ভীত। এ কথার মধ্যদিয়ে তিনি মূলত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন। 

রাশিয়া টুডে জানিয়েছে, জেলেনস্কি ন্যাটো জোটকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রে একটি জোট সৃষ্টির চেষ্টা করছেন। তবে এর আগে ন্যাটো জোট এই ধরনের উদ্যোগে রাজি হয়নি। পশ্চিমাদেরকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জন্য টেনে আনার চেষ্টা করলেও তারা জেলেনস্কিকে বরং তিরস্কার করেছে। 

এরপরেও জেলেনস্কি পীড়াপীড়ি করে বলেন, যুদ্ধ বিস্তৃত করার ব্যাপারে পশ্চিমারা সবসময় উদ্বিগ্ন। আমরা পশ্চিমাদের এই মনোভাবের বিরুদ্ধে লড়াই করছি। আমরা আরো চেষ্টা করব।

তিনি দাবি করেন, ইউক্রেন প্রতিবেশী দেশগুলোকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষেত্রে তাদের বিমান ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে চেষ্টা করছে এবং এতে সফল হওয়ার একটা সম্ভাবনা আছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`