ইসরাইল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে
https://parstoday.ir/bn/news/event-i140344-ইসরাইল_হামলা_চালালে_সর্বাত্মক_যুদ্ধ_শুরু_হতে_পারে
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৭, ২০২৪ ১২:২৯ Asia/Dhaka
  • ইসরাইল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। 

লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরো জোরদার করার আহ্বান জানান বু হাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এই আহবান জানান। 

বু হাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে হিজবুল্লাহ। তিনি আরো বলেন, লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭