মোট মারা গেছেন ৬৯০ সেনা
প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে গাজায় ইসরাইলি সার্জেন্ট নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা।
দখলদার সামরিক বাহিনী আজ (সোমবার) বলেছে, ১০১তম প্যারাট্রুপারস ব্রিগেডের সার্জেন্ট ওমের গিন্জবার্গ দক্ষিণ গাজার খান ইউনুস শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। নিহত সেনার বয়স মাত্র ১৯ বছর।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা ইসলামী জিহাদের সশস্ত্র শাখা সারাইয়া আল-কুদস ব্রিগেডের যোদ্ধাদের সহযোগিতায় খান ইউনুসের পূর্বে আল-জানা এলাকায় এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে।
ইসরাইলি পরিসংখ্যান অনুসারে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৬৯০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে; এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরুর পর মারা গেছে ৩৩০ জন ইহুদিবাদী সেনা।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১২