চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলে হামলা চালাতে পারে ইরান 
https://parstoday.ir/bn/news/event-i140564-চলতি_সপ্তাহের_প্রথম_দিকে_ইসরাইলে_হামলা_চালাতে_পারে_ইরান
আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবে বলে গতকাল (সোমবার) হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৪ ১১:৫০ Asia/Dhaka
  • চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলে হামলা চালাতে পারে ইরান 

আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবে বলে গতকাল (সোমবার) হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি। 

তিনি বলেন, “এই সপ্তাহের প্রথম দিকে ইরান ও তার মিত্ররা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। তবে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় যে, এই হামলার মাত্রা কেমন হবে। আমরা খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।” 

গত ৩১ জুলাই ইসমাইল হানিয়াকে বর্বরভাবে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল। পরে তারা ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে তবে তদন্ত শেষে ইরান জানিয়েছে, ইসরাইল এই ঘটনার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।

গতকালও ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পথে রয়েছে ইরান। ওই কর্মকর্তা জানান, ইসরাইলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেয়া হবে। হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।