পাশ্চাত্যের কারণে পাশবিকতা চালাতে উৎসাহ পাচ্ছে ইসরাইল: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i140588-পাশ্চাত্যের_কারণে_পাশবিকতা_চালাতে_উৎসাহ_পাচ্ছে_ইসরাইল_পেজেশকিয়ান
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নজিরবিহীন অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার পাশাপাশি তেল আবিবের প্রতি পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ০৯:২৮ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান ও কিয়ার স্টারমার
    মাসুদ পেজেশকিয়ান ও কিয়ার স্টারমার

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নজিরবিহীন অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার পাশাপাশি তেল আবিবের প্রতি পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, পাশ্চাত্যের এ আচরণের কারণে ইসরাইল আরো বেশি পাশবিকতা চালাতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করতে উৎসাহ পাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই নেতা পশ্চিম এশিয়াসহ সারাবিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করার পাশাপাশি তেহরান ও লন্ডনের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

পেজেশকিয়ান বলেন, গাজা উপত্যকায় নজিরবিহীন অমানবিক অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং ইহুদিবাদী সরকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতি ইউরোপীয় দেশগুলোর সমর্থন মোটেও গ্রহণযোগ্য নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ মনে করে যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তবে একথাও ঠিক যে, আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার বিশ্বের প্রতিটি দেশ সংরক্ষণ করে। এছাড়া, আগ্রাসী শক্তিকে পাশবিকতা ও অপরাধযজ্ঞ থেকে বিরত রাখার জন্যও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া জরুরি।

ফোনালাপে পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান স্টারমার। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে ইসরাইলি পণবন্দি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি ইরানকে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত থাকারও আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪