ফিলিস্তিনের প্রতি রাশিয়ার সমর্থন নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পুতিন
(last modified Wed, 14 Aug 2024 08:11:26 GMT )
আগস্ট ১৪, ২০২৪ ১৪:১১ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন  ও মাহমুদ আব্বাস
    ভ্লাদিমির পুতিন ও মাহমুদ আব্বাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো। গতকাল (মঙ্গলবার) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া গেছেন। 

আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। 

রুশ নেতার মতে, গাজা সংঘাতের মূল কারণ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা। রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি "খুবই উদ্বেগজনক"। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন। জাতিসংঘ বলছে, মৃতের সংখ্যা এরইমধ্যে ৪০,০০০-এর কাছাকাছি পৌঁছেছে।

মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু।"

তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে এক হাজারের বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো তাহলে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ