রাজ্যগুলোতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: লালকেল্লায় মোদির আহ্বান
(last modified Thu, 15 Aug 2024 12:36:05 GMT )
আগস্ট ১৫, ২০২৪ ১৮:৩৬ Asia/Dhaka
  • ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় ভাষণ দেন নরেন্দ্র মোদি
    ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় ভাষণ দেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নারীর বিরুদ্ধে সহিংসতায় রাজ্য সরকারগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতার আর জি কর হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ-হত্যার ঘটনায় যখন তোলপাড় চলছে তখন তিনি এই আহ্বান জানালেন।

আজ (বৃহস্পতিবার) ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদি বলেন, "বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও মহাকাশ খাতসহ বিভিন্ন খাতে ভারতীয় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি কিছু উদ্বেগজনক ঘটনাও বাড়ছে। আমাদের মা-বোনদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনাগুলো নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। আমিও সেই ক্ষোভের আঁচ টের পাচ্ছি। দেশকে, সমাজকে এবং আমাদের রাজ্য সরকারগুলোকে এসব ঘটনা প্রতি আরও গুরুত্ব দিতে হবে।"

ভারতের প্রধানমন্ত্রী বলেন, "নারীর বিরুদ্ধে যেকোনো অপরাধের ক্ষেত্রে দ্রুততম সময়ে তদন্ত শেষ করতে হবে। যারা এসব পৈশাচিক কাজের সঙ্গে জড়িত, তাদেরকে শিগগির সবচেয়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সমাজে আস্থা ফিরিয়ে আনতে এটা প্রয়োজন।"

মোদি আরও বলেন, "যখনই নারীর বিরুদ্ধে সহিংসতা ঘটে, তখন গণমাধ্যমে অনেক আলোচনা হতে দেখা যায়। কিন্তু যখন এসব বিকৃত চরিত্রের অপরাধীরা শাস্তি পান, সেটা আর গণমাধ্যমে সেভাবে প্রচার করা হয় না। এ সময়ের দাবি হল, অপরাধীরা যাতে ভয়ে থাকে, সেজন্য শাস্তির বিষয়টিকেও ফলাও করে প্রচার করতে হবে। তাদের মনে ভয় তৈরি করা খুবই জরুরি।"

উল্লেখ্য, আর জি করের ঘটনার জেরে গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় রাত দখল করো কর্মসূচি পালন করা হয়। যাদবপুর থেকে কলকাতা উত্তরের বিভিন্ন জায়গায় রাতে মহিলার জড়ো হয়ে আরজিকরের দোষীর শাস্তির দাবিতে সভা করেন। পাশাপাশি তদন্তে সরকারের গফিলতির কথা টেনে আনেন। প্রধানমন্ত্রী ওই ঘটনার কথা উল্লেখ না করলেও অনেকটাই স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, আর নয়। অপরাধীদের কড়া শাস্তি চাই।

চিকিৎসক খুনে রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল প্রয়োজনে সিবিআই তদন্ত হবে। তবে তার  আগেই সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যেই গতকাল রাতে আরজিকরে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী। তারা কার তাদের ছবি প্রকাশ করে জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ।#

পার্সটুডে/এমএআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।