ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশ
প্রেরণার উৎস! স্কুলে দেখাতে হবে প্রধানমন্ত্রী মোদির জীবন অবলম্বনে তৈরি সিনেমা
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
তিনিই প্রেরণার উৎস! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি ১৭ দিন ধরে দেখানো হবে ভারতের সমস্ত সরকারি স্কুলে। একযোগে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে নির্দেশ পাঠাল কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ওই বোর্ডগুলির অধীনে থাকা সব স্কুলে দেখাতে হবে ‘চলো জিতে হ্যায়’ ছবিটি। ওই ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ওই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে হবে স্কুলে স্কুলে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, 'এই ছবিটা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনেও সহায়তা করবে।'
বস্তুত, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ বুধবার থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ‘প্রেরণা’ অভিযানের অন্যতম অঙ্গ ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখানো। ছবির প্রযোজকদের দাবি, এটি বিবেকানন্দের আদর্শ প্রচারে তৈরি। এই ছবি দেখলে মূল্যবোধ শিখবে পড়ুয়ারা। তবে সমালোচকরা বলেছেন, পুরো ছবিটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। এরইমধ্যে শ্রেষ্ঠ নন ফিচার সেকশনে ছবিটি জাতীয় পুরস্কার জিতেছে।
স্কুলে এই ছবি দেখানোর নির্দেশিকা নিয়ে এরইমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের দাবি, মোদি শাসনামলে আগেই শিক্ষার গৈরিকিকরণ হয়েছে। এবার সরকারি শিক্ষাব্যবস্থাকে ব্যবহার করে আত্মপ্রচারে মগ্ন মোদি।
'দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর মোদিকে পাঠিয়েছেন', বললেন আম্বানি

এদিকে, জন্মদিন উপলক্ষে আজ প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে মুকেশ আম্বানি জানান, ‘আজ আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রত্যেক ভারতীয়ের জন্য এই দিনটি বিশেষভাবে উদযাপনের। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আম্বানি পরিবারের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।’ একইসঙ্গে আম্বানি জানান, ‘নরেন্দ্র মোদি সমগ্র ভারতকে রূপান্তরিত করেছেন। তিনি গুজরাটকে দেশের শিল্প রাজধানীতে পরিণত করেন। এবং মন একটি সময়ে তিনি দায়িত্বে এসেছেন যখন স্বাধীনতার অমৃতকাল চলছে।’
শুধু তাই নয় আম্বানি বলেন, ‘ঈশ্বর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অবতার হিসেবে পাঠিয়েছেন। আমি কখনও এমন নেতা দেখিনি যিনি বিন্দুমাত্র না থেকে অক্লান্ত পরিশ্রম করেন। সারা দেশের মানুষের সঙ্গে, আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার সুস্বাস্থ্যের প্রার্থনা করি।’ এর সঙ্গেই মোদিকে দেশের জন্য যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি চাই স্বাধীনতার ১০০ তম বছর অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন মোদিজি।’#
পার্সটুডে/জিএআর/১৭