‘যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করতেই হবে’ 
(last modified Fri, 16 Aug 2024 11:00:09 GMT )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:০০ Asia/Dhaka
  • ‘যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করতেই হবে’ 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে গেলে অবশ্যই গাজা থেকে সম্পূর্ণভাবে দখলদার সেনা প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। 

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে একথা বলেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি। হামাস বলেছে, ফিলিস্তিনের উদ্বাস্তু লোকজনকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয়া এবং বিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের বিষয়ও চুক্তিতে থাকতে হবে। 

হামাস নেতা হোসাম বাদরান এই বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, কাতারের রাজধানীর দোহায় যে যুদ্ধবিরতির আলোচনা চলছে তা গাজা আগ্রাসন বন্ধে হামাসের কাছে কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাদরান বলেন, হামাস মনে করে এর আগে যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য পরিষ্কার পরিকল্পনার ওপর ভিত্তি করে চলমান যুদ্ধবিরতির আলোচনা হওয়া উচিত। যেকোনো চুক্তিতে অবশ্যই সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার, উদ্বাস্তু লোকজনকে বসতবাড়িতে ফেরার সুযোগ এবং বন্দী বিনিময়ের বিষয়গুলো থাকতে হবে। 

এর আগে গতকাল হামাসের আরেক নেতা আহমদ আব্দুল হাদি বলেছেন, তারা দোহায় যুদ্ধবিরতির আলোচনা অংশ নেবেন না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬

ট্যাগ