পুলিশি হেফাজতে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন
https://parstoday.ir/bn/news/event-i140688-পুলিশি_হেফাজতে_সাবেক_পানিসম্পদমন্ত্রী_রমেশ_চন্দ্র_সেন
বাংলাদেশের সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৭, ২০২৪ ১৩:১৪ Asia/Dhaka
  • পুলিশি হেফাজতে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন

বাংলাদেশের সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।

গতকাল( শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে তাকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা তুলে নিয়ে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেখানেই ছিলেন।

রমেশ চন্দ্র সেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী অঞ্জলি সেন। অঞ্জলি সেন বলেন, গতকাল তার স্বামী রাতের খাবার খাচ্ছিলেন। সে সময় সাদাপোশাকে একটি দল ঘরে ঢুকে বলেন, ‘ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ সে সময় তিনি তাদের কাছে জানতে চান, তাকে কোথায় নেওয়া হচ্ছে। তারা বলেন, ‘ওনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছি। আধা ঘণ্টার মধ্যেই দিয়ে যাব।’ এরপর তারা রমেশকে তুলে নিয়ে যান। তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে স্পষ্ট কিছু পরিবারকে জানাননি তাঁরা।

রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন।

আন্দোলনকারীদের গুলি, সাবেক এমপি লতিফকে রিমান্ডে চাইবে পুলিশ

এম এ লতিফ গ্রেপ্তার

এদিকে, কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও একজনকে আহত করার মামলায় চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য এম এ লতিফকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী  জানান, পুলিশ আজ শনিবার এম এ লতিফকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করবে।

ওসি বলেন, এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা ও গুলি করে আহত করার অভিযোগে এম এ লতিফসহ মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মো. এরশাদ। মামলার বাদী এরশাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান ওসি।

এর আগে, চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকায় আত্মীয় বাড়িতে আত্মগোপনে থাকা এম এ লতিফকে সেনাবাহিনী তুলে নেয় বলে অভিযোগ আছে।#

পার্সটুডে/জিএআর/১৭