এই বর্বরতার শেষ কোথায়?
যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও আবার দক্ষিণ ও মধ্য গাজা ছাড়তে বলল ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী আবারো ফিলিস্তিনি জনগণকে দক্ষিণ এবং মধ্য গাজা ছেড়ে কথিত নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
যখন কাতারের রাজধানীর দোহায় ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধবিরতির বিষয়ে বহু বহুপাক্ষিক আলোচনা চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন যে, যুদ্ধবিরতির চুক্তি এখন সময়ের ব্যাপার- তখন ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ ও মধ্য গাজা ছাড়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি নির্দেশ জারি করলো।
গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইল এই নির্দেশ জারি করে বলেছে, খান ইউনুস শহরের উত্তরাঞ্চল এবং পূর্ব দেইর আল-বালাহ থেকে জনগণকে চলে যেতে হবে। এসব জায়গায় হাজার হাজার অসহায় উদ্বাস্তু ফিলিস্তিনি অবস্থান করছেন।
ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী দাবি করছে, যে দুটি অঞ্চল থেকে ফিলিস্তিন জনগণকে তারা সরে যেতে বলেছে সেসব স্থানকে ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে হামাস।
ইহুদিবাদী বাহিনীর নির্দেশনা জারির পর ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা বা আনরোয়া সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছে, “আবারো সেই সব পরিবারের সদস্যদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই। মানুষ মৃত্যু ও ধ্বংসের এক অন্তহীন দুঃস্বপ্নের মধ্যে আটকে আছে বিস্ময়কর মাত্রায়।”
নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার ঘৃণ্য নির্দেশনার পর প্রশ্ন উঠেছে- ইসরাইলের এই বর্বরতার শেষ কোথায়?
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭