মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গাজা যুদ্ধের একটি পক্ষ হিসেবে মধ্যস্থতাকারী হওয়ার যোগ্যতা হারিয়েছে ওয়াশিংটন
ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, গাজায় চলমান ভয়াবহ অপরাধযজ্ঞে ইসরাইলকে সহযোগিতা করার কারণে ওই উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় আমেরিকা কিছুতেই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না।
তিনি শনিবার রাতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল-আত্তির সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। আলী বাকেরি কানি বলেন, ইসরাইলি পাশবিকতায় প্রকাশ্য সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে সে গাজা যুদ্ধের একটি পক্ষে অবস্থান নিয়েছে। কাজেই তার পক্ষে মধ্যস্থতা করা মানায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মার্কিন সরকার বারবার গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পাশবিকতা চালিয়ে যেতে তেল আবিবকে উৎসাহ যুগিয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময়ে কথিত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় বসার মতো ধূর্তামি ও প্রতারণার আশ্রয় নিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের পক্ষ থেকে গুপ্তহত্যা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার প্রতি ইঙ্গিত করে বাকেরি কানি বলেন, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সহজাত ও আইনসম্মত অধিকার সংরক্ষণ করে ইরান। তিনি আরো বলেন, গাজাবাসী ফিলিস্তিনিরা অনুকরণীয় সাহসিকতা প্রদর্শন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়।
ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে অচিরেই কায়রোয় একটি বহুপক্ষীয় বৈঠক হবে। ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করতে এবং অবিলম্বে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মিশর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।