‘ইউক্রেনকে দেয়ার মতো আর কোনো অর্থ নেই’
https://parstoday.ir/bn/news/event-i140722-ইউক্রেনকে_দেয়ার_মতো_আর_কোনো_অর্থ_নেই’
জার্মানির অর্থমন্ত্রী ক্রিশচিয়ান লিন্ডার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহায়তা হিসেবে ইউক্রেনকে দেয়ার মতো আর অর্থ জার্মানির হাতে নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ বিষয়টি জানিয়েছেন তিনি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২৪ ১০:৫৬ Asia/Dhaka
  • ‘ইউক্রেনকে দেয়ার মতো আর কোনো অর্থ নেই’

জার্মানির অর্থমন্ত্রী ক্রিশচিয়ান লিন্ডার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহায়তা হিসেবে ইউক্রেনকে দেয়ার মতো আর অর্থ জার্মানির হাতে নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ বিষয়টি জানিয়েছেন তিনি। 

লিন্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন, তারা যেন ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া সীমিত করে। জার্মানির ফ্রাঙ্কফুটার আলজামিন জেইতুং পত্রিকা গতকাল (শনিবার) এ খবর দিয়েছে। 

জার্মান অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, দেশের নতুন বাজেট ইউক্রেনকে অর্থ বরাদ্দ দিতে সক্ষম হবে না। তিনি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বায়েরককে লেখা চিঠিতে এসব কথা বলেছেন। লিন্ডার বলেন, শুধুমাত্র ইউক্রেনের জন্য এর আগে বরাদ্দ দেয়া সামরিক সহযোগিতা সরবরাহ করা সম্ভব। 

জার্মান অর্থমন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনকি চ্যান্সেলর ওলাফ শোলয যদি বাড়তি কোনো অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানান তাহলেও তা গ্রহণ করা হবে না।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।