যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত 
(last modified Sun, 18 Aug 2024 07:45:54 GMT )
আগস্ট ১৮, ২০২৪ ১৩:৪৫ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত 

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছে সেখানকার হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী। 

গতকাল (শনিবার) ইসরাইলের রাজধানী তেল আবিব, হাইফা এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এসব বিক্ষোভকারী মিছিল সমাবেশ করে এবং হামাসের সাথে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার দাবি জানায়।

সমাবেশের এক পর্যায়ে তেল আবিবে ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা সংবাদ সম্মেলন করে। সেখানে তারা সরাসরি অভিযোগ করে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির চুক্তিকে বাদতাগ্রস্ত করছে।  

সংবাদ সম্মেলন থেকে সরাসরি হুমকি দেয়া হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় তারা তাদের বিক্ষোভ প্রতিবাদের এই কর্মসূচি অনেক বেশি জোরদার করবে হাইফা নগরীর এক বিক্ষোভকারী বলেছে, সম্ভবত এটাই চুক্তি করার সর্বশেষ সুযোগ 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভিতরে অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এরমধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে এবং কয়েকজন ইসরাইলি বন্দী অবস্থায় মারা গেছে। 

ধারণা করা হচ্ছে- হামাসের হাতে বর্তমানে ১০৫ জন ইসরাইলি বন্দি রয়েছে। এসব বন্দীকে মুক্ত করার বিষয়ে অনেক আগে থেকেই ইসরাইলে ব্যাপক বিক্ষোভ এবং সমাবেশ করছে তাদের স্বজনরা। এ নিয়ে ইসরাইল সরকার বিশেষ চাপের মধ্যে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ