প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসে এসেছিলেন ৬২৬ জন, এখন আছেন ৭ জন: আইএসপিআর
(last modified Sun, 18 Aug 2024 08:46:24 GMT )
আগস্ট ১৮, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসে এসেছিলেন ৬২৬ জন, এখন আছেন ৭ জন: আইএসপিআর

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ২৮ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২৬ জন ‘প্রাণ বাঁচাতে’ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল।পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওই ৬২৬ জনের মধ্যে ৬১৫ জন নিজেরাই সেনানিবাস ত্যাগ করেন।"

আইএসপিআর বলছে, "এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ- মামলার ভিত্তিতে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।"

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বর্তমানে আশ্রয়প্রার্থী ৩ জন এবং তাদের পরিবারের চার সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়ার কথা বলা হয়েছে।"

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজনৈতিক পট পরিবর্তনের পর সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় প্রাণনাশের আশঙ্কায় তারা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। যাদেরকে আশ্রয় দেওয়া হয়, তাদের মধ্যে ২৪ জন রাজনীতিবিদ, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবার-পরিজন মিলিয়ে আরো ৫১ জন ছিলেন।"

বাংলাদেশ সেনাবাহিনী উদ্ভূত পরিস্থিতিতে নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে দাবি করে ‘গুজবে’ কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এসময় আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা এবং মন্ত্রী ও এমপিরা।  

শনিবার রাতে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সেনানিবাসের অভ্যন্তরে বর্তমানে বিদেশি মিশনের কোনো ব্যক্তি আর অবস্থান করছেন না।#

পার্সটুডে/এমএআর/১৮

ট্যাগ