হামাস নেতার বিবৃতি
‘গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমেরিকা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ নয়’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আমেরিকার ভেতরে কোনো বাস্তব ইচ্ছা নেই।
লেবাননে হামাসের এই প্রতিনিধি বলেন, আমেরিকা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের কথা নেই।
হামদান বলেন, “চলমান যুদ্ধবিরতির আলোচনায় এখনো উল্লেখ করা হয়নি যে, কোনো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। তবে যুদ্ধবিরতির বিষয়ে যেকোনো চুক্তি হতে হলে অবশ্যই ফিলিস্তিনি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দিতে হবে।”
হামাসের শীর্ষ কর্মকর্তা আরো বলেন, আমেরিকা মূলত দখলদার তেল আবিবের অবৈধ সরকারকে আরো নৃশংসতা ও গণহত্যা চালানোর জন্য পর্যাপ্ত সময় দেয়ার চেষ্টা করছে।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে মিশরের একটি সূত্র জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা বুধবার কায়রোতে আবার শুরু হবে।
সূত্র বলছে- মিশর, কাতার এবং আমেরিকা - এই তিন মধ্যস্থতাকারী দেশ এবং ইসরাইলি প্রতিনিধিদল বুধ ও বৃহস্পতিবারের আলোচনায় অংশ নেবে।#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।