‘ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে’
(last modified Mon, 19 Aug 2024 05:42:50 GMT )
আগস্ট ১৯, ২০২৪ ১১:৪২ Asia/Dhaka
  • ‘ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে’

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে, মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করছে কিয়েভ সরকার। তবে, পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাব-মর্যাদা ক্ষুন্ন হবে।

গতকাল (রোববার) রাশিয়া-ওয়ান টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো এসব কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান- চলমান সংঘাত শুরুর পর থেকে কিয়েভের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত হামলা। এই হামলা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিশাল ঝুঁকি তৈরি করেছে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, "বিপদ হলো যে, বার বার ইউক্রেনের পক্ষ থেকে এই ধরনের হামলা রাশিয়াকে বড় ধরনের ব্যবস্থা নিতে বাধ্য করবে। উদাহরণ হিসেবে তিনি পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করেন 

বেলারুশের নেতা বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা একে বিশ্বব্যাপী রুশ-বিরোধী জনমত তৈরির কাজে লাগাবে। একে তারা জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তখন সম্ভবত আমাদের খুব কম মিত্র অবশিষ্ট থাকবে। রাশিয়ার প্রতি সহানুভূতিশীল কোনো দেশ আদৌ অবশিষ্ট থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ