আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায়
মমতা'র ওপর আস্থা হারিয়ে ফেলেছেন চিকিৎসকের মা-বাবা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার সেই চিকিৎসকের মা-বাবা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছেন। মামলাটি নিয়ে পুলিশের উদ্যোগ দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। ভারতের এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা।
ভুক্তভোগী চিকিৎসকের বাবা বলেছেন, সিবিআইয়ের একটি দল গতকাল বাড়িতে এসেছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই অন্তত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন। তবে সেখানে কী লেখা আছে, তা জানাননি।

রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে নিহত নারী চিকিৎসকের বাবা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। তবে এখন আর নেই। তিনি ন্যায়বিচার চাইছেন কিন্তু তিনি কিছুই করছেন না।
ওই নারী চিকিৎসকের মা রাজ্যের অন্য বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সব স্কিম—কন্যাশ্রী স্কিম, লক্ষ্মী স্কিম পুরোটাই মিথ্যা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে আর জি কর হাসপাতালের চারতলায় নারী চিকিসককে ধর্ষণের পর হত্যা করা হয়।
এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সঞ্জয় রায় কলকাতা পুলিশের একজন স্বেচ্ছাসেবক। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই চিকিৎসকের বাবা বলেছেন, তার মেয়ের ওপর সম্ভবত কেবল একজন ব্যক্তি হামলা করেনি, আরও কেউ জড়িত আছে।
নারী চিকিৎসকের বাবার মতে, পুরো ঘটনায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা তার মেয়ের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

এদিকে, আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তালতলা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সোমবার তাকে গ্রেপ্তার করেছে তালতলা থানার পুলিশ।
পার্সটুডে/জিএআর/১৯