“হামাস নেতাকে হত্যার বিষয়ে ইসরাইলকে ‘হিসেবি জবাব’ দেয়া হবে”
https://parstoday.ir/bn/news/event-i140834-হামাস_নেতাকে_হত্যার_বিষয়ে_ইসরাইলকে_হিসেবি_জবাব’_দেয়া_হবে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মোহসেন রেজায়ি বলেছেন, ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে ইরান অবশ্যই প্রতিশোধমূলক জবাব দেবে এবং তা হবে খুবই ‘হিসেবি’। গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২১, ২০২৪ ১৫:৪৪ Asia/Dhaka
  • “হামাস নেতাকে হত্যার বিষয়ে ইসরাইলকে ‘হিসেবি জবাব’ দেয়া হবে”

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মোহসেন রেজায়ি বলেছেন, ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে ইরান অবশ্যই প্রতিশোধমূলক জবাব দেবে এবং তা হবে খুবই ‘হিসেবি’। গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন।

সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, “আমরা সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে তা বিবেচনায় নিয়েছি এবং চোরাবালিতে ডুবন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমরা বাঁচানোর সুযোগ দেব না।"

তিনি বলেন, ইরান সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ব্যবস্থা নেবে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আমাদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। 

মোহসেন রেজায়ি আরো বলেন, যদি কোনো জবাব না দেয়া হয় তাহলে ইসরাইলের অপকর্ম অব্যাহত থাকবে। অতএব, প্রতিশোধ নেয়া হবে। মোহসেন রেজায়ি বর্তমানে সরকারের বিভিন্ন শাখার প্রধানদের অর্থনৈতিক সমন্বয়ের জন্য গঠিত সর্বোচ্চ পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসরাইলের বিরুদ্ধে ইরানের জবাব কেমন হবে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের জবাবের পর সব পরিষ্কার হয়ে যাবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১