ইতালির উপ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইতালি। দেশটির উপ প্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি বুধবার রোমে এক বক্তৃতায় বলেছেন, কিয়েভ সরকারকে আরো বেশি অস্ত্র সরবরাহ করার অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা।’
তিনি আরো বলেন, “রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে দেশটির জনগণকে হত্যা করা হবে একটি বিপর্যয় যা নাটকীয়ভাবে একটি বিশ্ব যুদ্ধে রূপ নেবে।”
ইতালির এই উপ প্রধানমন্ত্রী গত জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে, রাশিয়ার অভ্যন্তরে হামলার কাজে ব্যবহার হবে না- এমন নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়ার বিষয়টিতে রোম অনুমেদান দেবে না।
তখনও তিনি বলেছিলেন, “রাশিয়ার অভ্যন্তরে কাউকে হত্যা করা হবে সোজা তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে যাওয়া।”
ইউক্রেন যুদ্ধ ২০২২ সালে শুরু হলেও দেশটির সেনাবাহিনী এতদিন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত ছিল, কারণ, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে যে অস্ত্র সরবরাহ করে আসছিল তার প্রধান শর্ত ছিল এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো যাবে না।
কিন্তু চলতি আগস্ট মাসের শুরুতে ইউক্রেন শুধু রাশিয়ার ভেতরে হামলাই চালায়নি বরং কুরস্ক অঞ্চলে রুশ ভূখণ্ডের ৩০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে।
রাশিয়া বুধবার বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি রকেট ব্যবহার করে কুরস্ক অঞ্চলের একটি কৌশলগত সেতুতে হামলা চালিয়েছে। ওই হামলায় বেসামরিক নাগরিকদের সরে যেতে সাহায্য করার কাজে নিয়োজিত কয়েকজন রুশ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তার দেশের বিরুদ্ধে এই আগ্রাসনের ‘নিষ্পত্তিমূলক জবাব’ দেয়া হবে। পুতিন বহুদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এই বলে সতর্ক করে দিয়ে আসছেন যে, ইউক্রেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালে যুদ্ধের কোনো সীমা পরিসীমা থাকবে না।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।