ময়নাতদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যুর মামলা
আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার তদন্ত রিপোর্টে সুপ্রিম কোর্টের 'খটকা'
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের জমা দেয়া তদন্ত রিপোর্টে বলা হয়েছে, তারা তদন্তভার নেওয়ার আগেই সব বদলে গেছে। তবে রাজ্যের আইনজীবীর দাবি, কিছুই বদলে যায়নি।
আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়েছে।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার) সেই রিপোর্ট জমা দেয় সিবিআই। আজকের শুনানিতে সুপ্রিম কোট বলেছে, আরজি করের ঘটনার তদন্ত রিপোর্ট দেখে তাদের 'খটকা' লাগছে। তারা রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি পারদিওয়ালা বলেন, অবাক হচ্ছি, ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হয়েছিল চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাহলে ময়নাতদন্তের প্রয়োজনই বা কি ছিল!
সিবিআই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার ৫ দিন পর তদন্তে নেমে তারা দেখেছে ঘটনার সবকিছু বদলে গেছে। যদিও রাজ্য সিবিআইয়ের দাবিকে নস্যাৎ করে বলেছে, তাদের কাছে ঘটনার সম্পূর্ণ ‘টাইমলাইন’ রয়েছে। রয়েছে ‘ভিডিয়োগ্রাফি’ও। তাই সিবিআই দাবি সত্য নয়।
উল্লেখ্য গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে।#
পার্সটুডে/জিএআর/২২