সাভারে হাসিনা-কাদেরসহ ১২৬ জনের নামে হত্যা মামলা, মেনন ৫ দিনের রিমান্ডে
https://parstoday.ir/bn/news/event-i140904-সাভারে_হাসিনা_কাদেরসহ_১২৬_জনের_নামে_হত্যা_মামলা_মেনন_৫_দিনের_রিমান্ডে
বাংলাদেশের ঢাকা জেলার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৩, ২০২৪ ১৮:০২ Asia/Dhaka
  • শেখ হাসিনা ও ওবায়দুল কাদের
    শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

বাংলাদেশের ঢাকা জেলার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সৈকতের পিতা নজরুল ইসলাম।

মামলায় শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাতা, ডা. এনামুর রহমানসহ ১২৬ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখিত আসামীদের হুকুমে ও এলোপাতাড়ি গুলিতে সৈকত মারা যান।

আদালতে রাশেদ খান মেনন

এদিকে, রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (শুক্রবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করা আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, আন্দোলনের সময় গণভবনে ১৪ দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন, ইনুরা ছিলেন। তারা সেখানে যে কোনোভাবে এই আন্দোলন ঠেকানোর কথাও বলেছেন। তারা স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন।

অপরদিকে মেননের পক্ষের আইনজীবী বলেন, তিনি (মেনন) অসুস্থ। তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন। তার চিকিৎসা দরকার।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।#

পার্সটুডে/এমএআর/২৩