দক্ষিণ লেবাননে বিমান হামলায় শিশুসহ আটজন শহীদ
(last modified Sat, 24 Aug 2024 06:25:58 GMT )
আগস্ট ২৪, ২০২৪ ১২:২৫ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা
    দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) একথা ঘোষণা করে বলেছে, দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি শহীদ হন। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইতা আল-জাবালে ইসরাইলি ড্রোন হামলায় সাত বছর বয়সীসহ দুইজন শহীদ হন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে।

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের পাঁচ যোদ্ধা রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম "কারার" বলে চিহ্নিত করা হয়েছে, যাকে ইসরেইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের "গুরুত্বপূর্ণ" সদস্য হিসেবে উল্লেখ করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রায় ৬০০ জনের প্রাণহানি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৪