বাংলাদেশ সচিবালয় এলাকা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা
(last modified Mon, 26 Aug 2024 09:19:31 GMT )
আগস্ট ২৬, ২০২৪ ১৫:১৯ Asia/Dhaka
  • ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৩০৩ আনসার সদস্য
    ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৩০৩ আনসার সদস্য

আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশের রাজধানীর সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আজ (সোমবার) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন।এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপি'র মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি দ্বারা আঘাত করে। এসময় ছয় জন সেনাসদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া সত্ত্বেও উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা, ডিজি আনসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েনরত সেনাসদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রাথর্নাকারি কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কারাগারে ৩৭৭ আনসার সদস্য

এদিকে, সচিবালয় ঘেরাও ও গতকাল রাতে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

 রাজধানীর শাহবাগ, রমনা, বিমানবন্দর ও পল্টন থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়।

উপপরিদর্শক জানান, ৩৭৭ জনের মধ্যে ১৯১ জনকে শাহবাগ থানার মামলায়, ৮৫ জনকে রমনা থানার মামলায়, ৯৫ জনকে পল্টন থানার মামলায় এবং ৬ জনকে বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী আনসার সদস্য আছে বলেও জানান তিনি। 

৪১১৪ আনসারের বিরুদ্ধে পুলিশের মামলা

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ (সোমবার) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ‘১১৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। এর মধ্যে ৯৫ জন আনসার গ্রেফতার আছে।’#

পার্সটুডে/এমএআর/২৬

ট্যাগ