মহিলাদের ওপর অত্যাচার আর বরদাশত নয়: ভারতের রাষ্ট্রপতি
https://parstoday.ir/bn/news/event-i141084-মহিলাদের_ওপর_অত্যাচার_আর_বরদাশত_নয়_ভারতের_রাষ্ট্রপতি
কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন,  “যথেষ্ট হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার আর বরদাশত নয়।”  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৮, ২০২৪ ১৯:৩৬ Asia/Dhaka
  • দ্রৌপদী মুর্মু
    দ্রৌপদী মুর্মু

কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন,  “যথেষ্ট হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার আর বরদাশত নয়।”  

সংবাদ সংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মুর্মু চলমান বিক্ষোভের প্রতি তার সমর্থন ঘোষণার পাশাপাশি দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন। তিনি নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং জীবনের সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব বলেন।
তরুণী চিকিৎসকের ওপর নির্যাতনের ঘটনাকে “ভয়ংকর এবং হতাশাজনক” বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক অপরাধের প্রতিক্রিয়ায় যখন ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা কলকাতায় বিক্ষোভ করছিল, তখন অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তিনি জোর দেন যে, ‘‘কোনও সভ্য সমাজ কন্যা ও বোনদের এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না।’’

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, আরজি কর হাসপাতাল ইস্যুতে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ সরকারকে গদিচ্যুত করার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ (বুধবার) কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, “বাংলায় আগুন লাগালে আপনার চেয়ারও টলমল করে দেব।”

মমতা বলেন, রাজ্য সরকারকে গদিচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। যেভাবে গণঅভ্যুত্থান ঘটিয়ে পড়শি রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফেলা হয়েছে, সেই ধাঁচে এ রাজ্যেও অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে।

মমতা আরও বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ! আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।”#

পার্সটুডে/এমএআর/২৮