‘পশ্চিমারা 'আগুন নিয়ে খেলছে' 
(last modified Wed, 28 Aug 2024 13:38:53 GMT )
আগস্ট ২৮, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • ‘পশ্চিমারা 'আগুন নিয়ে খেলছে' 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন অনুমতি চেয়েছে বলে যে দাবি করেছে তা নিতান্তই প্রতারণা। 

সম্প্রতি গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে হামলার জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমা সমর্থকদের কাছে আবেদন জানিয়েছেন। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, "এটি প্রতারণা। এর মধ্যদিয়ে এমন একটি ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে যে, পশ্চিমা দেশগুলো অত্যধিক উত্তেজনা এড়াতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি কারসাজি।" 

ল্যাভরভ জোর দিয়ে বলেন, "পশ্চিমা দেশগুলো সংঘাতের বিস্তার এড়াতে চায় না। তারা চায় সংকট গভীর হোক। আমি মনে করি বিষয়টি এরইমধ্যে সবার কাছে স্পষ্ট।"

ল্যাভরভ আরো বলেন, পশ্চিমারা যদি তাদের অস্ত্র ব্যবহারের অনুমোদন বিস্তৃত করে তবে তারা একটি বিপজ্জনক পথে যাত্রা করবে। আসলে তারা আগুন নিয়ে খেলছে।

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮

ট্যাগ