শত্রুদের প্রতি হুঁশিয়ারি
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত: কমান্ডার
ইরানের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশসীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার।
ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার আলী আসাদি শুক্রবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। তিনি বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে। ব্রিগেডিয়ার আলী আসাদি বলেন, তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরির প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে অরাশ, কেইহান, মোরাকেব ও নাজির।
তিনি বলেন, যেকোনো ফ্রিকোয়েন্সিতে এসব রাডার কাজ করে এবং এগুলো দেশের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তুকে অনুপ্রবেশের অনুমতি দেয়। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি ইরানের শত্রুদের হুঁশিয়ার করে দিয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩১