এফ-১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি 
(last modified Sat, 31 Aug 2024 15:10:45 GMT )
আগস্ট ৩১, ২০২৪ ২১:১০ Asia/Dhaka
  • এফ-১৬ বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি 

রাশিয়ার ভূখণ্ডে বোমা হামলার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ঘটনার চারদিন পর গতকাল (শুক্রবার) ওলেশচুককে বরখাস্ত করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভবত এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার সাথে সম্পর্ক থাকার কারণে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ওলেক্সি মেস মারা গেছেন।

জেলেনস্কি এক ভাষণে বলেছেন, আমাদের মানুষকে রক্ষা করতে হবে। কর্মীদের রক্ষা করুন। আমাদের সমস্ত সৈন্যের যত্ন নিন। তিনি জোর দিয়ে বলেন, কিয়েভকে তার সশস্ত্র বাহিনীর কমান্ড স্তর শক্তিশালী করতে হবে।

ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে। তবে ব্যবহারের প্রথম দিকেই দুর্ঘটনার কবলে পড়লো এফ-১৬ বিমান। মার্কিন বিশেষজ্ঞরা যুদ্ধবিমানটির মারাত্মক দুর্ঘটনায় পড়ার কারণ তদন্ত করছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ