পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের মিছিল
https://parstoday.ir/bn/news/event-i141248-পুলিশ_কমিশনারের_পদত্যাগের_দাবিতে_জুনিয়র_চিকিৎসকদের_মিছিল
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে  চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান কর্মসূচি পালন করেছে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৭:৪৮ Asia/Dhaka
  • পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে  চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান কর্মসূচি পালন করেছে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছে।

আজ (সোমবার) দুপুর ২টায় কলেজ স্কোয়্যার থেকে মিছিল নিয়ে তারা লালবাজার অভিমুখে রওয়ানা হয়। তবে  চিকিৎসকদের মিছিলকে  বাঁধা দিতে লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয় কলকাতা পুলিশের সদরদপ্তর।

জুনিয়র চিকিৎসকদের মিছিলে এসে কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল বললেন, কামদুনির মতো পরিণতি যেন আর জি কর মামলায় না হয়।

চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ২৩ দিন অতিবাহিত হয়েছে।  প্রতিদিনই ঐ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ।

জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিল

এদিকে, ধর্ষণে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে ‘অপরাজিতা’, নামে বিধানসভায় বিল আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে 'অপরাজিতা নারী ও শিশু বিল ' নামকরণ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিলটি বিধানসভায় আনার কথা রয়েছে। বিলটিতে একাধিক নয়া বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলটি আনার পর সাধারণ আলোচনা হবে এবং বিলটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলনেতা বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/জিএআর/২