কুরস্ক দখলে রেখে রুশ অগ্রাভিযান রোধ করা যাবে না: পুতিন
(last modified Tue, 03 Sep 2024 04:25:58 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১০:২৫ Asia/Dhaka
  • কুরস্ক দখলে রেখে রুশ অগ্রাভিযান রোধ করা যাবে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ পূর্ব ইউক্রেনে রুশ সশস্ত্র বাহিনীর অগ্রাভিযান রোধ করতে পারবে না।  তিনি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় ‘দস্যুদের’ দেখে নেয়ারও হুমকি দিয়েছেন।

পুতিন গতকাল (সোমবার) রাশিয়ার তুভা প্রজাতন্ত্র সফরে গিয়ে সেখানকার এক ছাত্র সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ঢুকে পড়ার কারণ উল্লেখ করে বলেন, তারা ভেবেছিল এর মাধ্যমে তারা দোনবাস অঞ্চলে আমাদের অগ্রাভিযান প্রতিহত করতে পারবে। কিন্তু তাদের সে হিসাব-নিকাষ ব্যর্থ হয়েছে।

গত ৬ আগস্ট ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে আগ্রাসন চালায়। তারা সীমান্তবর্তী ওই অঞ্চলের কয়েক ডজন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে।  ওই অতর্কিত অনুপ্রবেশের ফলে কুরস্ক অঞ্চলের প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

তবে ইউক্রেন তার কুরস্ক আগ্রাসনের লক্ষ্য অর্জন করতে না পারলেও কিয়েভের সেনারা স্থানীয় অধিবাসীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে বলে স্বীকার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, কুরস্ক অঞ্চলের লোকজন তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ফ্রন্ট লাইনে রুশ সেনারা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলেও দাবি করেন প্রেসিডেট পুতিন। তিনি বলেন, বিভিন্ন ফ্রন্টে রুশ সেনারা যে গতিতে অগ্রসর হচ্ছে তা বেশ কিছু সময় ধরে তা সম্ভব ছিল না। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ