পদত্যাগ করেছেন ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার 
https://parstoday.ir/bn/news/event-i141300-পদত্যাগ_করেছেন_ইসরাইলের_পদাতিক_বাহিনীর_কমান্ডার
ইহুদিবাদী ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরাইলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ২০:০৫ Asia/Dhaka
  • পদত্যাগ করেছেন ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার 

ইহুদিবাদী ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরাইলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। 

ইহুদিবাদী সেনাদের এসব পদত্যাগের ঘটনায় ধারণা করা হচ্ছে, দখলদার এ বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। 

জেনারেল তামির ইয়াদায়ের পদত্যাগ সম্পর্কে ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। 

জেনারেল ইয়াদাই গত তিন বছর ধরে ইসরাইলের পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী বাহিনীর চিফ অফ স্টাফ লেফন্যান্ট জেনারেল হারেজি হালেভি এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট জেনারেল ইয়াদায়ের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। 

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেনারেল ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। তার আগে এ পদে দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে নিয়োগ দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/৩